তুমি একলা গেলে

তুমি একলা গেলে


আব্দুছ ছালাম চৌধুরী 

তুমি একলা গেলে ওই সাগরে
আমায় নিলে না,
বেশতো তুমি ভালো থাকো
আর কিছু চাই না,আর কিছু চাই না- আর কিছু চাই না,
তুমি একলা গেলে,ওই সাগরে,আমায় নিলে না। 

ছোট ছোট ঢেউয়ের সাথে 
ভিজিয়ে যা তোর পা,
ওই দেখা যায় শামুকভাঙা 
সাবধান হয়ে যা,,
নীলের সাথে নীল মিশেছে, লাগছে মন্দ না,
তুমি একলা গেলে,ওই সাগরে,আমায় নিলে না। 

আকাশ সাদা নেইতো ধাঁধা 
নেইতো মেঘের ভয়,
নিঃশ্বাস ভরে নিতে পারো
রৌদ্র মধুময়,, 
সবই ছিলো ভালো ছিলো, কেনো নূপুর পরলে না, 
তুমি একলা গেলে,ওই সাগরে,আমায় নিলে না। 

আমি যদি থাকতাম পাশে 
গাইতাম এই গান, 
যুগল কণ্ঠ ছড়িয়ে দিতাম 
দুই মন এক প্রাণ,, 
বিশ্ববাসী যেনে যেতো, হইতো দেওয়ানা 
তুমি একলা গেলে,ওই সাগরে,আমায় নিলে না। 

১৪/৬/২০২১ খ্রীস্টাব্দ/লন্ডন"