তুমি যে পুরুষ

তুমি যে পুরুষ

মাসুদ করিম

পুরুষ তুমি বন্ধী, কার সনে 

করবে তুমি সন্ধী ?

ব্যাথা পাবে মনে বলবে 

তুমি কার সনে ?

জবাব চাইবে তোমার 

সনে অহরহ সবি

করার কি আছে কিছু বুকে 

নিয়ে সেই কষ্টের ছবি ?

তুমি যে পুরুষ।

বারন আছে তোমার হাসতে

পারবেনা তুমি মরতে,

না পারবে তুমি কাঁদতে

বারন আছে তোমার বাঁচতে।

তুমি যে পুরুষ কি করে পারবে 

তুমি কৈফিয়ত এড়াতে ?

তুমি যে পুরুষ।

নিরবে সইতে হবে তোমায় 

শত আঘাত মুখ বুজে

পাবেনা কভু পাশে যে তোমার 

মনটা শুধু বুঝবে।

তুমি যে পুরুষ।

ক্লান্ত বদনে ফিরবে তুমি যখন বাড়ি 

বুঝবেনা তোমার ক্লন্তি

নেই তুমার অধিকার একটু হাসার

নেই একটু শান্তিতে বাঁচার।

তুমি যে পুরুষ।

হাজার চাহিদা পুরন তোমার 

ঘাড়ে দেখবি কি কেও পারবে 

তা করতে ?

অভিযোগ শুধু অভিযোগ 

থাকবে সকলের মুখে

মরতে ও যে পারবেনা তুমি 

একটু বুক ভরা সুখে।

তুমি যে পুরুষ।