তোমার জন্য

তোমার জন্য

এমকরিম

তোমার জন্য দেবদাস হবো

হবো সাধু দরবেশ

বিজ্ঞাপনে ছাপিয়ে দিবো 

তোমার নামে সমাবেশ।

তোমার জন্য রাজ্যে রাজ্যে

করবো মশাল মিছিল

প্রতিবাদ করবো আমি

প্রেম বাজারে তোমার নামে।

তোমার জন্য রাত্রি জেগে

লিখবো শুধু গান 

তুমি আমার পরাণ পাখি

তুমি আমার প্রাণ,

তোমার জন্য হরতাল দিব

যদি না আসো আর ফিরে

তোমার জন্য যুদ্ধ করবো

মধুমতির তীরে,

তোমার জন্য আমি ধন্য

হব প্রেমের কাণ্ডারি

তোমার জন্য চুল না কেটে

হয়ে যাবো ভাণ্ডারী,

তোমার জন্য হাত বাড়িয়ে

নিয়ে আসবো চাঁদ

তোমার জন্য সকল পণ্য

বিনা পয়সায় বিক্রি করবো মার্কেটে,

তোমার জন্য মরতে রাজি

ধরতে ভাজি সবখানে

তোমাকে ছাড়া কেমনে থাকি

হাজার রমণীর মাঝখানে।