তুরস্ক-সিরিয়ায় দীর্ঘ হচ্ছে লাশের সারি, মৃত্যু ৪৩০০ ছাড়াল

বাংলাভাষী ডেস্কঃঃ

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপে সিরিয়া সীমান্তের কাছে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৩০০ ছাড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন হাজার হাজার মানুষ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম বিবিসি তাদের সবশেষ হালনাগাদ প্রতিবেদনে মৃত্যুর এ তথ্য জানায়।

এর আগে স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতে গাজিয়ানটেপের কাছে ৭.৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে— যখন মানুষ ঘুমাচ্ছিল।

ভূমিকম্পের পর পরই উদ্ধারকারীরা ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপে অনুসন্ধান চালিয়ে বের করে আনছেন একের পর এক মরদেহ। ভূমিকম্পের ২৪ ঘণ্টা পর তুরস্ক ও সিরিয়ায় উদ্ধারকারীরা ৪৩০০ এর অধিক মরদেহ উদ্ধার করেছেন।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলছে, ভূমিকম্পে শুধুমাত্র তুরস্কে ২৯০০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন এবং ১৫ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

অন্যদিকে, সিরিয়ায় ১,৪০০ জনেরও বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই বলেছেন, তুরস্কের ১০টি প্রদেশে ১৪ হাজার ৪৮২ জন আহত হয়েছেন এবং ৭ হাজার ৮৪০ জনকে উদ্ধার করা হয়েছে। প্রায় ৩ লাখ ৩৮ হাজার মানুষ বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি ও অন্যান্য স্থানে আশ্রয় নিয়েছেন।

এদিকে, ভূমিকম্পে হতাহতদের স্মরণে সাতদিনে জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে এক টুইটবার্তায় তিনি এ ঘোষণা দেন।