দীর্ঘ ১০ বছর বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল

বাংলাভাষী ডেস্ক::

অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দীর্ঘ ১০ বছর পর বাংলাদেশ আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

শনিবার রাতে ঢাকায় পা রাখার কথা নিউজিল্যান্ড ক্রিকেট দলের। ওয়ানডে সিরিজ শেষে বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে আরও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১, ২৩ এবং ২৬ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সূচি

১ম ওয়ানডেঃ ২১ সেপ্টেম্বর, দুপুর ২টা, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম

২য় ওয়ানডেঃ ২৩ সেপ্টেম্বর, দুপুর ২টা, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম

৩য় ওয়ানডেঃ ২৬ সেপ্টেম্বর, দুপুর ২টা, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম

বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি

২৮ নভেম্বর-২ ডিসেম্বর : প্রথম টেস্ট (ভেন্যু চূড়ান্ত হয়নি)

৬-১০ ডিসেম্বর : দ্বিতীয় টেস্ট (ভেন্যু চূড়ান্ত হয়নি)

সর্বশেষ ২০১৩ সালের অক্টোবরে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো নিউজিল্যান্ড।