দহন

দহন


মোজাক্কির হোসাইন খান 

একটু আধটু কথার হেরফের হলেই 
তুমি বাহানা খুঁজো 
কবিতা লেখো যেন সুঁই-সুতোর এফোড়-ওফোড়   
কথার কুশিকাটায় বুনো তেতো জাল 
সিকির জায়গায় আধুলি বসাও
জলন্ত উনুনে কেরোসিন ঢালো
মনপোড়া গন্ধে পুরো ঘরকে করে তুলো রাবণলঙ্কা।
আর আমি বিষাদ সিন্ধুর অতলে ডোবে
প্রেমানলে দুতরায় ঠুকাই
তৃপ্তি খুঁজি দীপ্ত মনে 
তোমার চলন বাঁকাতেও সৌন্দর্য খুঁজি!
রঙ্গনরাঙা অঙ্গনে গুনগুনানি সুর
কাটগোঁয়ার তাল পাকায় সংগোপনে___
অথচ একদিন বলেছিলে তোমার ভুবনে
আমি চিরহরিৎ বনসাই সাজবো 
কাঠপোড়া রোদে খুঁট উঁচিয়ে ছায়া দেব
চঞ্চল বাবুই হয়ে ছোট্ট সুখের নীড় গড়বো 
তোমার আশালতায় বেঁধে দেব স্বপ্নের মাচান। 
তুমি কী না পারো বলো? 
সবইতো পারো!
অথচ আমি পারি না 
আমার পাঁজর ভাঙে!