নগরীতে কিশোর গ্যাং'র হামলায় গুরুতর আহত কিশোর

নগরীতে কিশোর গ্যাং'র হামলায় গুরুতর আহত কিশোর

বাংলাভাষী ডেস্ক:

সিলেট নগরীর বাগবাড়িতে ‘কিশোর গ্যাং’র হামলার শিকার হয়েছেন তায়েফ আহমদ(১৭) নামের এক কিশোর। তায়েফ আহমদ (১৭) নামের ওই কিশোর নগরীর বাগবাড়ি এলাকার মো. লাল মিয়ার ছেলে। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ওসমানী মেডিকেলের ভেতরে কলেজের রাস্তার সামনে তাকে ছুরিকাঘাত করে ফেলে রাখা হয়। রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাসপাতাল ফাঁড়িতে খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন তায়েফের অবস্থা আশঙ্কাজনক।

তায়েফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়েছে বলে জানান তায়েফের চাচা মো. ফারুক মিয়া। এর মধ্যে পিঠ ও কোমরের আঘাত গুরুতর। পিঠের আঘাত তায়েফের ফুঁসফুঁস ছিদ্র করে ফেলেছে। কোমরের আঘাত কিডনি পর্যন্ত লেগেছে কি-না তা খতিয়ে দেখছেন চিকিৎসকেরা।

ফারুক মিয়া বলেন, ইতোমধ্যে তায়েফের শরীরে ৫ ব্যাগ রক্ত দেয়া হয়েছে। তার মূত্রনালী দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। আরো রক্ত লাগবে। অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানান তিনি।

এদিকে, তায়েফের উপর হামলাকারী 'কিশোর গ্যাংয়ের' একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে হামলায় জড়িতদের তথ্যও পাওয়া গেছে। আটক ইয়াসিন আহমদ (১৮) বাগবাড়ি এলাকার বাসিন্দা।

এ ঘটনায় তায়েফের চাচা মো. ফারুক মিয়া ইতোমধ্যে সিলেট কোতোয়ালি মডেল থানায় তার মামলা দায়ের করেছেন। কেতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ সিলেটভিউকে জানিয়েছেন, তদন্ত ও আসামিদের আইনের আওতায় আনার স্বার্থে আপাতত অভিযুক্তদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

তিনি বলেন, হামলাকারীদের সঙ্গে শনিবার তায়েফের কথা কাটাকাটি হয়। এর জের ধরে তায়েফকে ছুরিকাঘাত করা হয়েছে।