নতুন পৃথিবীর স্বপ্ন

নতুন পৃথিবীর স্বপ্ন

আব্দুল কাদির সালেহ


আমিএকটি সোনালী বাগান দেখি 

যেথায় আমার স্বপ্নের গোলাপগুলো 

প্রষ্ফুটিত হয়েছিল।

এর শিশিরভেজা পাপড়ি দলের চিত্তহারি 
রঙ আর  স্নিগ্ধতার সৌরভে 

আজও ঝরাপাতার মতো আমার মন 

ভোরের সজীবতায়  কলকলিয়ে উঠে । 

আমি দেখি গোলাপের চারাগুলো 
বলবান বৃক্ষ হয়ে দাঁড়িয়ে আছে 
এর চার পাশে।

গৌরবে সাহসে আমার বুকটা ষ্ফীত হয়ে উঠে ।

আমি আজ চারা নই 
কিন্ত চারা গুলো আমারই
আমিও ওর ।

ওই যে ওখানে আমা হেন ছিন্ন বোটার 
চিহ্ণটি আজও দৃশ্যমান !

এতে আমি প্রতি ভোরে নতুন পাপড়ি দলের 
প্রষ্ফুটন দেখি 

আমি প্রতিদিন নতুন পৃথিবীর স্বপ্ন বুনি।