নতুন শিক্ষাক্রমে আর কোচিংয়ের প্রয়োজন হবে না: দীপু মনি

নতুন শিক্ষাক্রমে আর কোচিংয়ের প্রয়োজন হবে না: দীপু মনি

বাংলাভাষী ডেস্কঃঃ

আগামী ২০২৫ সালের মধ্যে নতুন শিক্ষাক্রম পুরোপুরি চালু হলে প্রথম থেকে দ্বাদশ শ্রেণির একাডেমিক কোচিংয়ের প্রয়োজন থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি, আইএলটিএস, জিআরই; এই ধরনের কোচিং ‘হয়তো থাকবে’ বলে জানিয়েছেন তিনি।

রোববার (৬ নভেম্বর) রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘২০২৩ থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু হচ্ছে। এরপর ২০২৪ সালে অষ্টম-নবম এবং পরের বছর দশম শ্রেণিতেও এই শিক্ষাক্রমে পাঠদান শুরু হবে। ২০২৫ সালের মধ্যেই এই শিক্ষাক্রম রোল্ড আউট হবে।’ আর এরপর একাডেমিক কোচিংয়ের আর প্রয়োজন থাকবে না বলেও জানান শিক্ষামন্ত্রী।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এখনও কিছু শিক্ষার্থীর কোচিংয়ে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তবে আমাদের নতুন শিক্ষা পাঠ্যক্রম সেটি শুরু হলে আর কোচিং এর প্রয়োজন পড়বে না বলে মনে করি। সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন কার্যকরণের মাধ্যমে শিখবে। আমরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে হয়তো এটা পরিবর্তন করতে পারবো।’ কোচিং এমনিতেই ‘বলে বাধ্য করে বন্ধ করা সম্ভব নয়’ বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

প্রায় প্রত্যেক পাবলিক পরীক্ষার আগে ফেসবুকে প্রশ্নফাঁসের গুজব ছড়ানো হয়। এটি কেন বন্ধ করা যাচ্ছে না— এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রত্যেক বারই এগুলো নিয়ে বিজনেস চলে এবং ব্যবস্থা গ্রহণ করা হয়। কিন্তু এত মানুষের দেশ; সবার হাতে হাতে মোবাইল, সামাজিক যোগাযোগমাধ্যমে সবারই অভিজ্ঞতা রয়েছে। কাজেই অপচেষ্টাকারী থাকতেই পারে, কিন্তু কোনও অপচেষ্টাই সফল হয়নি। অপচেষ্টা যেই চালাক না কেন আমরা শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী নকল ও গুজবমুক্তভাবে পরীক্ষা সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। আমরা আশা করছি সারাদেশে সকল কেন্দ্রে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং প্রশ্নফাঁসের গুজবমুক্ত ও নকল মুক্তভাবে আমাদের পরীক্ষাগুলো সম্পন্ন হবে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।’