নিমন্ত্রণ

নিমন্ত্রণ


     শাহারা খান
    
শাহ জালালের পূর্ণ ভূমি,
কত উর্বর তার জমি।
পাহাড় টিলা বন বনানী ঘেরা,
দেখলে কইবায় এক স্বপ্নপুরি।
আইও বইনারী আইও রেগো,
সিলট যাইও ঘুরি।

সিলেট আইলে কমলা খাইবায়,
জাফলংতে ঘুরতে যাইবায়।
চা বাগান দেখলে তোমার,
নয়ন যাইবো ভরি।
আইও বইনারী আইও রেগো,
সিলট যাইও ঘুরি।

সিলট শহরের কেন্দ্রে আছে,
আলী আমজদের ঘড়ি।
কালের সাক্ষী অইয়া আছে,
চাঁদনী ঘাটের সিড়ি।
আইও বইনারী আইও রেগো,
সিলট যাইও ঘুরি।

চইন্নি রাইত উঠানও বইয়া,
হুনবায় জারি গান।
একতিল পর পর খাইবায় তুমি,
মাইজির হাতের বাটার পান।
দেখাইমু তোমারে জিতু মিয়ার বাড়ি।
আইও বইনারী আইও রেগো,
সিলট যাইও ঘুরি।

হাতকরা দি গোস্তর ছালম
কি যে মজার ঘ্রান।
চুঙ্গা পিঠা মেড়া পিঠা নুন গড়া
তুমি খাইবায় পেট ভরি।
আইও বইনারী আইও রেগো,
সিলট যাইও ঘুরি।