নীরবতা

নীরবতা

মোঃ জাহাঙ্গীর আলম জীবন 

আজ সবাই মুখেশের আড়ালে নিজেকে ঢেকে রাখার চেষ্টা করি

হৃদয়ে জমানো কষ্টগুলো 

হৃদয়ে লুকিয়ে বোকার মত হাঁসি।

কিছু ভুল আর কিছু অভিমানে 

জীবনের মায়া থেকে আজ

আমি দূর - বহুদূর ।

কখনোও কেউ কথা রাখেনী

ভেঙ্গেছে মন ; করেছে 

আঘাত তুমিও তাই।

"ভালবাসা " তোমার কাছে একটি ধ্বনি বা শব্দের মত 

আমার কাছে হিমালয়। 

ভালোবেসে কখনোও দুজনে জয়ী হতে পারেনা; তাই,

আমি পরাজিত। 

বুকে জমানো কষ্টগুলো

আজ আকাশ ছুতে চায়.

এতো কষ্ট কেন ?

কেন এতো দুঃখ

বেদনা।

কেন এতো প্রন্ডশ্রম,বৃথা প্রচেষ্টা

এই ক্ষুদ্র জীবনে ?