নিশিথের নিশি

নিশিথের নিশি

নাছিমা মিশু

বললো নিশি নিজের কথা ,

অন্ধ ঘরে বাসের কথা ।

সকাল দুপুর বিকেল আসে না তার ।

সন্ধ্যা আঁধার অমাবস্যা গভীর কালো, 

নিশিথের নিশির নিত্য বাস।

জোৎস্না ফোঁটা নীলাকাশে তারার মেলা যবে বসে, 

নিশি আবেশে আকুল হয়।

নিশিথের অন্দরে নেমে আসে আনন্দ ।

তটিনী কুল, সবুজ অরণ্য সব সে কী আনন্দে ভাসে ।

চাঁদ গরবিনী হয়ে উছলে পড়ে, সর্বাঙ্গে প্রেম হাসে।

নিশিথের ঘরযেন আনন্দ বাসর,অভিসারের কুঞ্জবন।

ব্যস্ত ব্যাকুল নিশিথের নিশি -

জীমেন্দ্র জীমূতের দল যেন না ভাসে অম্বরে, 

নিশি থাকে পাহারায় অতীন্দ্র প্রহরী হয়ে ।

প্রহর শেষে নিশি ফিরে অন্ধকোনে ।