নি:শ্বাস

নি:শ্বাস

"সাহেলা শারমীন শাম্মী"

তোমার শূন্যতায় আমাকে রেখো!

আমার অসীম আকাশ 

তারায় সাজানো  

দাম না জেনেই 

            দানে দিলাম 

ভরিয়ে দেবে দেখো---!

তোমার শূন্যতায় আমাকে রেখো!

আমার দু চোখের গভিরে 

সাত সাগর আঁটা

জল না মেপেই 

        ভাসিয়ে দিলাম

তৃষ্ণা হবে নাকো-----!

 তোমার শূন্যতায় আমাকে রেখো!

আমার মনের বনে ফোটে

সহস্র কিংশুক পলাশ 

ফাগুন না এলেও

           বসন্ত বিলাবো 

আবির গায়ে মেখো-----!

তোমার শূন্যতায় আমাকে রেখো!

আমার জীবনের তরী

উজানেই বেয়ে যায়

যতই ঝড় ঝঞ্জা উঠুক

         পাল তুলেই পাড়ি দেবে

হাল ধরেই থেকো----!

তোমার শূন্যতায় আমাকে রেখো!

আমার চলা রাঙা পথে

কুসুম ছড়ানো মসৃন কোমল

কন্টক যদি বিঁধে যেতে চায়

       ক্ষত গুলো বিচ্ছেদে থাক

একবার শুধু ডেকো----!

তোমার শূন্যতায় আমাকে রেখো!

 

আমার হৃদপিন্ডের স্পন্দনে 

যতবার শ্বাস জমা পড়ে

যত্নেই তুলে রেখে দেবো

      দমে দমে কমতি হবেনা 

নি:শ্বাসে ডুবে থেকো----!

তোমার শূন্যতায় আমাকে রেখো!