নিয়ম ডেকে নে অচিন গায়

নিয়ম ডেকে নে অচিন গায়

গোলাম রববানী 

পিচ ঢালা রাস্তায় দ্যাখো পথিক যদ্দুর চোখ যায়
তারো বেশি চোখ তুলে ধায় হায় হায় যে মরে যায়!
দেখে যেন মনে হয় খর যন্ত্রণায়ও জল পাক খায়,
বোশেখের ধারালো হাওয়ায় ছুরি হয়ে কেটে যায়!
কে না শান্তি চায় কার বরফের মতো মন গলে যায়, 
দিনে দিনে সব পাথর হয় নির্দয় এ ভাগ্যধরা যন্ত্রণায়!
অনেকে ভদকার প্যাক চায় কারো যে করোনায় খায়, 
জীবন কাল হয়ে যায় দেখি তো আপন আপনার নয়!
হায় হায় হায় দেখি তো সব ক্ষয় ক্ষয় জন্মভূমিও লয়
পৃথ্বী ক্ষেপণাস্ত্র তো কিছু নয় মানবাস্ত্র ফাটলে-ই ভয়!
ঘুমিয়ে ঘুমিয়ে দেখে যায় সবে ক্ষমতা ক্ষমতার খায়,
দেখানো প্রেম উড়ে যায় নিয়ম ডেকে নে অচিন গায়!

নিয়ম ডেকে নে না আমায় এবার অচিন কোনো গায়!

১০ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ