পাকিস্তান দল গড়ার দায়িত্ব পেলেন শহীদ আফ্রিদি

বাংলাভাষী ডেস্কঃঃ

অন্তর্বর্তীকালীন নির্বাচন প্যানেল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান দল গড়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন শহীদ আফ্রিদি। অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক পাকিস্তানি অধিনায়ককে।

শহীদ আফ্রিদির প্যানেলের দুই সদস্য হলেন- আবদুর রাজ্জাক ও ইফতিখার আনজুম এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য হারুন রশিদ আহ্বায়কের দায়িত্ব পালন করবেন। মোহাম্মদ ওয়াসিমের নেতৃত্বাধীন প্যানেল থেকে দায়িত্ব বুঝে নেবেন আফ্রিদির তিন সদস্যের নির্বাচক প্যানেল।

অন্তর্বর্তীকালীন কমিটি শুধুমাত্র নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের আসন্ন হোম সিরিজের জন্য কাজ করবে। দুই দল দুটো টেস্ট খেলবে (টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ) এবং সুপার লিগের অংশ হিসেবে তিনটি ওয়ানডে খেলবে। পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।

নতুন নির্বাচন প্যানেলের নিয়োগ সম্পর্কে পিসিবির পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজম শেঠি বলেছেন, ‘আমি অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাচন কমিটিকে স্বাগত জানাই। কোনো সন্দেহ নেই যে সীমিত সময় থাকা সত্ত্বেও তারা সাহসী সিদ্ধান্ত নেবে, যা আমাদের শক্তিশালী করতে সাহায্য করবে।’

অন্যদিকে জাতীয় দলকে জয়ের ধারায় ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন শহীদ আফ্রিদি, ‘আমার সামর্থ্য অনুযায়ী এই দায়িত্ব পালনে কোনো ত্রুটি রাখব না। আমাদের জয়ের পথে ফিরে যেতে হবে এবং এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’

সাবেক পাকিস্তানি অলরাউন্ডার যোগ করেন, ‘মেধাতান্ত্রিক এবং কৌশলগত সিদ্ধান্তের মাধ্যমে আমরা জাতীয় দলকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে শক্তিশালী পারফর্ম করতে এবং আমাদের ভক্তদের আস্থা পুনরুদ্ধার করতে সহায়তা করব।’