পিতা

পিতা

নাসিমা মিশু

আমার চশমার জ্যোতি তোমাদের দিলাম 

তোমরা হতে পার জ্যোতির্ময়। 

আমার বিশাল হৃদয় তোমাদের দিলাম 

ভালোবাস আমারই মতো। 

আমার রক্ত তোমাদের দিয়ে গেলাম 

বহিয়ে দাও উত্তাপ ১৯৪৭থেকে ১৯৭৫ পনের আগষ্ট, নির্মাণ কর ইতিহাস। 

অতিক্রান্ত রজনীর পনের আগষ্ট সবেহ সাদেক 

প্রবাহিত ভোরের সুবাসিত সুবাতাস -

যে সুবহে সাদেক মানুষকে করে মসজিদমুখী

সেই কোমল হৃদয় ছুঁয়ে যাওয়া স্নিগ্ধতায় 

তোমরা আমায় নয় স্বপ্নদ্রষ্টা, স্বপ্ন আশা উজ্জীবিত বাংলাকে করলে কবর মুখী। 

মনে রেখো ইতিহাস দিবেই দিবে এর জবাব।