পুতিনের সঙ্গেও বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন মাহমুদ আব্বাস

বাংলাভাষী ডেস্ক::

রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করবেন তিনি। রাশিয়ার সংবাদমাধ্যমের বরাতে এই খবর সামনে এসেছে।

যদিও তিনি ঠিক কবে মস্কো সফর করবেন তা এখনও ঘোষণা করা হয়নি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ চলছে এবং এর মধ্যেই ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সম্ভাব্য রাশিয়া সফরের খবর সামনে এলো।

বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে মঙ্গলবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া। রাশিয়ার সংবাদমাধ্যম মস্কোতে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বরাত দিয়ে সোমবার রাতে জানিয়েছে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মস্কো সফর করবেন বলে আশা করা হচ্ছে। ফিলিস্তিনি রাষ্ট্রদূত আবদেল হাফিজ নোফালের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার আরবিসি নিউজ আউটলেট বলেছে, ‘এই সফর কখন হবে, সে বিষয়ে আমরা রাশিয়ার পক্ষ থেকে ক্রেমলিনের আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষায় রয়েছি।’

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মস্কোতে আসবেন, এ বিষয়ে একটি চুক্তি হয়েছে।’ পৃথকভাবে, মস্কোতে নিযুক্ত ফিলিস্তিনি এই রাষ্ট্রদূত রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, উভয় পক্ষ নিজেদের মধ্যে ‘দৈনিক যোগাযোগ’ বজায় রাখে। মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতিস্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে গত শনিবার থেকে ইসরায়েলে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে সামরিক অভিযান শুরু করে হামাস।