প্রকৃত কোরবানী

প্রকৃত কোরবানী
প্রকৃত কোরবানি 
      - মুহিব হাসান মাহি 
মনে থাকে যদি লোক দেখানো,
মনে থাকে যদি তাক লাগানো,
তাহলে বলি ও ভাই !
তোমার কোরবানি দেওয়ার প্রয়োজন নাই ।
মনে থাকে যদি সম্মান বাড়ানোর পরিকল্পনা, 
বাহবা পাওয়ার জন্য বেশি দামে কেনা, সল্প না ।
তাহলে বলবো হে জনাব !
কোরবানি দিয়ে আখিরাতে পাবে না কোনো লাভ ।
মনে থাকে যদি সব গোশত নিজেরাই শুধু খাওয়া, 
ব্যর্থ হয়ে দ্বার থেকে ফিরে যায় যদি গরিবের চাওয়া !
তাহলে বলবো হে 'নামে মুসলমান',
কবুল হবে না তোমার পশু কোরবান ।
না পারো যদি কুরবান দিতে মনের শয়তানি,
না পারো যদি বুঝতে কোরবানির প্রকৃত মর্মবাণী !
তাহলে শুনো হে বনি আদম,
সওয়াবের আশায় কোরবানি দিতে রেখো না  কোনো কদম 
কোরবানি দিও স্বচ্ছ মনে,
মনের শয়তানিও কোরবান দিও পশুর সনে ।
কোরবানি দিও কেবল আল্লাহর অনুগ্রহের আশায়,
কোরবানি দিও আল্লাহর আনুগত্যে আর ভালোবাসায় ।
নিয়ত হতে হবে পরিশুদ্ধ, বুঝতে হবে ত্যাগের মর্মবাণী, 
তাহলে সেটাই হবে আল্লাহর উদ্দেশ্যে প্রকৃত কোরবানি ।
- মুহিব হাসান মাহি,
বনবীথি এলাকা, সৈয়দ মোস্তাফা সড়ক,
মৌলভীবাজার ।
মোবাইল : ০১৭১৭১৩১৫৯৬