প্রেত-পুস্তক

প্রেত-পুস্তক

অমল বিশ্বাস -

আমি জন্মেছিলাম

গুহা থেকে আধুনিক অঙ্কুরোদগমে

পাথুরে কবিতা থেকে হিমেল বাতাসে;

প্রীতজন্ম আজ ধর্মান্ধের বাসরে,

কী চাও তুমি?

ইচ্ছে আর্যতীর্থ

বর্তমান তার অন্তর্বাহী শ্বাস;

মধ্যবর্তী কম্পনে

মৃত্তিকা টানে যৌবন আকাশ,

জন্মে মানুষ।

ঠিকানায় পিতৃতীর্থ

গর্ভকষ্টে প্রেমের সুস্থ সন্তরণ;

তীরবর্তী স্পর্শে

সৃষ্টিতে নিষ্পাপ জন্ম শুভক্ষণ,

জন্মে ঈশ্বর।

বিভেদের ধর্মতীর্থ

নষ্ট দংশনে খায় মানুষ-ঈশ্বর;

পরবর্তী প্রেত

অট্টনাদে ভাঙে শান্তির ঘর,

জন্মে প্রেত-পুস্তক।

আমি মরেছিলাম

ক্রসফায়ারে বুলেটের কারুকাজে

নরম প্রেমিকা থেকে বারুদের সঙ্গমে;

পুনশ্চ জন্ম চাই কবিতার প্রেমে

কী চাও তুমি?