প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছে দল: হাথুরু

বাংলাভাষী ডেস্ক::

ভারতে অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসরে ভরাডুবি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। নয়টি ম্যাচের মধ্যে আটটি খেলে ফেলেছে টাইগাররা। যেখানে দুইটিতে জয় পেয়েছে আর হেরেছে ছয়টিতে। নিজেদের থেকে সবদিক থেকে পিছিয়ে থাকা আয়ারল্যান্ডের কাছেও খুব খারাপভাবে হেরেছে সাকিব বাহিনী। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে দলনেতা সাকিবকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ দল।

ইনজুরির কারণে ম্যাচটির আগেই দেশে ফিরেছেন টাইগার দলপতি। স্বাভাবিকভাবেই শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে অলরাউন্ডার সাকিবকে মিস করবে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ চন্ডিকা হাথুরুসিংহেও জানালেন সেই কথা।

সাকিবকে ছাড়া একাদশ সাজানো কতটা কঠিন, সেই প্রশ্নের উত্তরে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছেন, যখন আপনার কাছে সাকিবের মতো ক্রিকেটার থাকবে, এক নম্বর অলরাউন্ডার, একজন ক্রিকেটার দুজনের কাজ করে, তাকে ছাড়া নতুন কম্বিনেশনে খেলা কঠিন। সাকিব না থাকায় বোলিংয়ে যে শূন্যতা তৈরি হবে, সেটা একজন স্পিনার কিংবা একজন পেসার দিয়ে পূরণ করার চেষ্টা করব। ব্যাটিংয়ে সাকিবকে মিস করতে যাচ্ছি, তার নেতৃত্বও। সুতরাং এটা কঠিন। বিশ্বকাপে ব্যর্থতার বিষয়ে বাংলাদেশ দলের প্রধান কোচও মনে করছেন প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছে দল, এমন পারফরম্যান্স হতাশার।