প্রাথমিকে শিক্ষক বদলির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

প্রাথমিকে শিক্ষক বদলির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

বাংলাভাষী ডেস্কঃঃ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনলাইনে বদলি কার্যক্রম শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে।

বুধবার (৭ সেপ্টেম্বর) আর্ন্তাতিক সাক্ষরতা দিবস-২০২২ উপলক্ষে মন্ত্রণালয়ের প্রস্তুতি সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম।

তিনি জানান, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হবে। পরবর্তী এক সপ্তাহের মধ্যে অনলাইন আবেদনের ফলাফল প্রকাশ করা হবে।

আমিনুল বলেন, সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক বদলির পাইলটিং কার্যক্রম শুরু করা হয়। সেটিতে আমার সফল হয়েছি। সে কারণে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সারাদেশে সহকারি শিক্ষক বদলি কার্যক্রম শুরু করা হবে। বদলি সংক্রান্ত সব কার্যক্রম অনলাইনে করা হবে।

তিনি আরও বলেন, এখন আন্তঃউপজেলা ও উপজেলার বাইরে বদলি করা হবে। জেলা ও মহানগর পর্যায়ে বন্ধ থাকবে।

সিনিয়র সচিব বলেন, বর্তমানে সারাদেশে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। বর্তমানে তৃতীয় ধাপে কয়েকটি জেলায় মৌখিক পরীক্ষা চলছে। সেটি অক্টোবরের আগে শেষ হবে। অক্টোবরের মধ্যে চূড়ান্তভাবে বিজয়ীদের ফলাফল প্রকাশ করে যোগদান দেওয়া হবে।

সারাদেশের অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক শূন্য রয়েছে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বলেন, সঠিক সংখ্যা নির্ণয়ে শিক্ষক বদলি কার্যক্রম আগে করা হবে। শিক্ষকদের বদলি শেষে শূন্য আসনের সঠিক সংখ্যা পাওয়া যাবে। তার উপর ভিত্তি করে সব শূন্য পদে যোগ্যদের নিয়োগ দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপমন্ত্রী মো. জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মহিবুর রহমান প্রমুখ।