প্রথমার্ধে গোল পেল না ব্রাজিল-ক্রোয়েশিয়া

বাংলাভাষী ডেস্ক :

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ৯টায় এডুকেশন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। শেষ হয়েছে গোলশূন্য সমতায়।

শুরুতে ব্রাজিলকে চেপে ধরার চেষ্টা করেছিল ক্রোয়েশিয়া। গুছিয়ে উঠতে সময় নেয় সেলেসাওরা। ১৩ মিনিটে প্রতি আক্রমণে গোলের চেষ্টা করেছিল ক্রোয়েশিয়া। ডান দিক থেকে ক্রস করেছিলেন অধিনায়ক মডরিচ। কিন্তু সেই ক্রসে পা ঠেকাতে পারেননি পেরেসিচ।

২২ মিনিটে পর পর দুটি আক্রমণ করেছিল ব্রাজিল। প্রথমে ভিনিসিয়াস তারপর নেইমার। কিন্তু ক্রোয়েশিয়ার রক্ষণে তা আটকে যায়। নেইমারকে আটকানোর মরিয়া চেষ্টা করেছে ক্রোয়েশিয়া। কয়েকবার ফাউলেরও শিকার হন তিনি। বাঁ দিকে ভিনিসিয়াসও গোলের মুখ খুলতে পারেননি।

প্রথমার্ধে ক্রোয়েশিয়া তিনটি শট নিলেও একটিও থাকেনি লক্ষ্যে। অন্যদিকে ৫টির মধ্যে তিনটি লক্ষ্যে রাখতে পেরেছিল ব্রাজিল। এই অর্ধে দুই দলই পায় একটি করে কর্নার।