পুরান ঢাকার জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

বাংলাভাষী ডেস্কঃঃ

রাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজারের আলু বাজারের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সন্ধ্যা ৬টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।

তিনি বলেন, বিকাল ৫টার পর পুরান ঢাকার নাজিরা বাজারের আলু বাজারে অবস্থিত একটি পাঁচতলা ভবনের চার তলায় থাকা জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এ ছাড়া আগুনে কোনো হতাহতের খবরও ফায়ার সার্ভিসের কাছে আসেনি বলে জানান রাশেদ বিন খালেদ।