প্রেম কী পুত্রস্নেহের চেয়ে বড়?

প্রেম কী পুত্রস্নেহের চেয়ে বড়?

- হোসাইন মুহাম্মদ মুরাদ মিয়া

প্রথম পরিচয়ে চোখাচোখি খুনসুটি,

সাক্ষাতে নিত্য আলাপন পরিপাটি।

চাঁদের আলোয় হঠাৎ একদিন,

বেজে উঠে বেহায়া মিলন-বীণ।

এলোমেলো চুল উগ্র শরীরী গন্ধ,

একান্তে কাছে পেতে লাগেনি মন্দ। 

দুর্লভ ভিন্নস্বাদে পাগল মনটা,

নিত্য বাড়ে আকর্ষণ মুগ্ধতা।

ক্ষণিক দেখায় মিটে না শয্যা-স্বাদ,

সোচ্চার একান্ত আপন করার ফাঁদ।

বিবেকী মনে চোখালো আলো,

ভস্মিতে জাগে প্রশ্নোত্তর ভালো।

ভাবিতে ব্যক্তিত্ব সমাজ সংসার, 

নারকীয় প্রলয়ে হবে ছারখার।

নিবন্ধিত কন্ঠ, তোমাকেই প্রশ্ন কর

প্রেম কী পুত্রস্নেহের চেয়ে বড়?