প্রার্থনা তোমাতে

প্রার্থনা তোমাতে

নাসরীন খান 

পাথর চাপা কান্নার 

শব্দ চারিদিকে 

কিভাবে করোনার আঘাতে 

মানুষেরা টিকে?

বিপর্যয় ভাবনায় মনের

রং যেন ফিকে।

আহাজারী আর আর্তনাদ

সকলের বুক 

সহায় হও পরওয়ারদিগার 

ফিরে দাও সুখ

তুমিতো দয়ার আধার 

আর থেকোনা বিমুখ।

ক্ষুধার্থ শিশুদের কান্না

বিদগ্ধ বিশ্ব জুড়ে 

কাতরায় বৃদ্ধটি শ্বাসকষ্টে

চেনা গলির মোড়ে 

হাসপাতালের লাশেটির জন্য 

কেউ কবর খোঁড়ে।

চিরচেনা জগতে অন্ধকার 

নামছে যেন ঘনায়ে

রহমান তুমি রহিমও

করোনা দাও সড়ায়ে

শান্তি, সুখ, কল্যানে

দুয়ার দাও ভরায়ে।