প্রিয় ঈদ

প্রিয়  ঈদ
আব্দুর রহিম আকন্দ 
প্রিয় ঈদ
তুমি বছর ঘুরে আবার এসেছ
সমগ্র মহাবিশ্বে মুসলিমের ঘরে
তুমি আনন্দময় মহাবিশ্বের 
নিয়ামত এই রমজানের পরে। 
প্রিয় ঈদ 
তুমি সমান ভাবেই আনন্দ দাও
মহাবিশ্বে গরীব ধনীর দুয়ারে 
শুধু বঞ্চিত থাকে অবহেলিতরা
মানুষের তৈরী সমাজ প্রতিষ্ঠা করে। 
প্রিয় ঈদ 
তুমিতো আসো আনন্দ নিয়ে 
ভাঙ্গতে সকলের ব্যবধান 
এক কাতারে দাঁড়াবে সবাই 
ভুলে যাবে সবাই অভিমান । 
প্রিয় ঈদ 
মানবের মাঝে তুমি যেন শান্তির পয়গাম
সিয়াম সাধনার পূর্ণ শেষে তুমি আনন্দ বিশ্রাম 
শিশু কিশোরের মুখের হাসি ফুটাও নতুন করে 
নতুন রুপে সাজাও তুমি সূর্য উঠার পরে। 
প্রিয় ঈদ 
তুমি কি পারো না ভেঙে দিতে মজলুমের কারাগার 
যেখানে মানুষ নিত্য কাঁদে নামেই শুধু সংসার 
তুমি কি পারো না শত্রুর মনে জাগাতে ভালবাসা
যেখানে মানুষ ঘুমাবে নিরবে ভুলে গিয়ে হতাশা 
প্রিয় ঈদ 
মহামারীতে ক্লান্ত মানুষ দুঃখ ভরা অন্তর 
তবুও তোমায় স্বাগত হে পবিত্র ঈদুল ফিতর
নিঃশ্ব প্রাণে শক্তি যোগাও কষ্ট করো দূর
মহাবিশ্বের মহা আনন্দ তুমি ঈদুল ফিতর । 
দুঃখ ভরা হৃদয় কি আর হতে পারে সবার আপন
বেঁচে আছি বলেই পৌঁছে দিলাম ঈদের নিমন্ত্রণ