পোড়া মাটির মন

পোড়া মাটির মন

সেলিনা জাহান

একবার ভাবি, সবকিছু থেকে নিজেকে লুকাবো,
এমনকি তোর তোর বুক পকেট থেকেও,
এতোদিন ঘাপটি মেরে যেখানে বসে 
তোকে স্বপ্নের সুড়সুড়ি দিতাম,
টেনে নিয়ে যেতাম পুকুর পাড়ে,
একেলা করে দিতাম সবার ভীড়ে।

একেলা না হলে, ঠিক বোঝা যায় না,
পাশটা কতোখানি শূন্য,
কতটুকু দুরত্ব হাত থেকে হাতের।
কোন বনে লুকাই বলতো?
হিংস্র প্রাণী ছাড়া কোনো বন হয়?
বাদরের জ্বালা সয়ে নেয়া যায়,
না হয় কেড়ে নেবে পাতের ভাত,
আপত্তি নেই তাতে।
খরগোস আর কাঠবিড়ালির ছানারা
অবিরত কিলবিল করবে চারপাশে,
প্রজাপতি উড়ে এসে জুড়ে বসবে
গালের উপর, রঙ মাখাবে, পরাগ ঢেলে।

অন্য সবাই থাকতে পারে, যে যার মতো ভাবতে পারেে,
শুধু হিংস্রতা নেই।
এমন একটা বন পেলে না?
এক্ষুনি যেতাম ছুটে,
তোর বুকের বা পাশটা শূন্য করে..............