ফাইনালে মেসির খেলা নিয়ে সংশয় নেই: কোচ

বাংলাভাষী ডেস্ক :

কাতার বিশ্বকাপের ফাইনালে রোববার ফ্রান্সের বিপক্ষে নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তোলার মিশনে মাঠে নামবে আর্জেন্টিনা। কিন্তু মহারণের ঠিক দুই দিন আগে গুঞ্জন উঠেছে আর্জেন্টিনার প্রাণ ভোমরা লিওনেল মেসির ইনজুরির।

ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমি ফাইনালে মাঠে বেশ কয়েকবার পায়ে হাত দিতে দেখা গিয়েছিল মেসিকে। বেশ কয়েকবার দাঁড়িয়ে বাম পায়ে ম্যাসেজও করতে দেখা গিয়েছিল তাকে। আর তখন থেকেই গুঞ্জন ওঠে মেসির হ্যামস্ট্রিং ইনজুরির।

বৃহস্পতিবার মেসি দলের সঙ্গে অনুশীলন করা থেকে বিরত ছিলেন। আর তাতেই গুঞ্জনটি আরও ঘনীভূত হয়ে ওঠে। একইসঙ্গে শঙ্কা জাগে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে মেসির না থাকা নিয়েও।

তবে মেসির ইনজুরির যে গুঞ্জন উঠেছিল তা উড়িয়ে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘যেমনটা আপনাদের কাছে এসেছে তেমন কিছুই হয়নি। ফাইনালে মেসির না খেলার কোনো কারণ নেই।’

তবে ইনজুরি মেসির রয়েছে ঠিকই। আর বেশ কিছু স্প্যানিশ সংবাদমাধ্যম টিম ম্যানেজমেন্টের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ইতোমধ্যে। সেটি খুব বেশি গুরুতর নয়।

অনুশীলন করতে গিয়ে যাতে সমস্যা না বাড়ে সে কারণেই মেসিকে বিরত রাখা হয়েছে অনুশীলন থেকে।