ফুটবল ধারাভাষ্যকার জন মটসন মারা গেছেন

বাংলাভাষী ডেস্কঃঃ

ডেস্ক:বিখ্যাত ফুটবল ধারাভাষ্যকার জন মটসন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। ফুটবলপ্রেমিদের কাছে তিনি ‘মটি’ নামে পরিচিত ছিলেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে মটসনের পরিবার।

মটসন ১৯৬৮ থেকে ২০১৮ পর্যন্ত ব্রিটেনের জাতীয় ব্রডকাস্টারের হয়ে ১০টি বিশ্বকাপ, ১০টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং এফ এ কাপের ২৯টি ফাইনালে বিবিসিতে ধারাভাষ্য দেন।

বিবিসি জানিয়েছে, টেলিভিশনে প্রায় ২ হাজার ৫০০টি ম্যাচে ধারাভাষ্যকারের কাজ করেছেন মটসন।

২০১২১ সালে ক্রীড়া ব্রডকাস্টিংয়ে অবদানের জন্য তাকে ওবিই ( অর্ডার অব ব্রিটিশ এম্পায়ার) খেতাব পান।