ফেব্রুয়ারি মাস

ফেব্রুয়ারি মাস

শাহারা খান 
         
১৯৫২ সালের ফেব্রুয়ারি মাস,
ভাষা আন্দোলন যখন তুঙ্গে।
রাষ্ট্র ভাষা উর্দু হবে ঘোষণা দিলো,
পাকিস্তান সরকার নানা ঢঙ্গে।

আগুনঝরা সেই দিনের কথা,
মনে হলে চোখের পানি ঝরে।
জোড় জুলুম করে ওরা চেয়েছিল,
মায়ের ভাষা নিতে কেড়ে।

উঠলো জেগে দামাল ছেলেরা,
রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে।
জীবনবাজি রাখলো তারা,
মায়ের ভাষা ফিরিয়ে আনতে।

১৪৪ ধারা ভঙ্গ করে সেদিন,
মিছিলে কাঁপলো ঢাকার রাজপথ।
শত্রুর গুলিতে প্রাণ হারালো,
রফিক,সালাম,জব্বার,বরকত।

জীবন দিয়ে আনলো তারা,
রাষ্ট্র ভাষা বাংলা ছিনিয়ে।
তাইতো শহীদ ভাইয়ের নাম,
যতনে লিখেছি মোদের হৃদয়ে।

প্রতি বছর ফেব্রুয়ারি এলে,
বুকে বাজে কত শত ব্যথা।
শহীদ মিনারে ফুল দিতে যাই,
স্মরণ করে তাদের কথা।