ফেরী

ফেরী

গোলাম কিবরিয়া ( শরীফ) 

ফেরীর অপেক্ষায় - ফেরারী পথিক, 

চেয়ে আছে দূর সীমানায়। 

সূর্য ফাটে মাথার ওপর -

ঘামে ভেজা কোর্তায় -

কখনও অলস। 

দূরে কোথাও ডাকছে আবার ;

ছোট কোনও ইঞ্জিনের নৌকা -

"তুমি যাবে ভাই? যাবে কি ওপার? 

বিশৃংখল ঢেউয়ের সাথে - পাল্লা ধরে, 

পৌঁছে যাবো ঠিক - সময়ের আগে! "

আশ্বাস আর বিশ্বাসে -

নাভিশ্বাসে ছুটছে পথিক। 

তবু যেতে হবে নদীর ওপারে -

নাড়ীর টানে।  

বছর কয়েক পর -

নদীর ওপরে সর্পিল সেতু -

  বদলে দিলো সব। 

আজ পথিকের অপেক্ষায় 

বসে আছে ফেরী। 

আড়ালে লুকায় দীর্ঘশ্বাস।  

মুচকি হেসে বলে ফেরী চত্বর -

"প্রয়োজন, প্রেম আর প্রিয়জন -

একই সুতোয় গাঁথা। "

"ভয় নেই - আমি আছি, আছে ছোট্ট 

ইঞ্জিনের নৌকাও।

আবার কখনও বিসালী সেতু -

ফিরিয়ে দিলে। 

ফিরে এসো আমার কাছে, 

আমি নিয়ে যাবো - নদীর ওপারে -

ঠিক তোমার মায়ের ঠিকানায়! "