"বিএনপিকে নিয়ে নির্বাচন করতে হবে সংবিধানে লিখা নেই"

বাংলাভাষী ডেস্ক::

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী কর্নেল মুহাম্মদ ফারুক খান বলেছেন, ‘বিএনপিকে নিয়ে নির্বাচন করতে হবে এমন কোনো কথা সংবিধানে লিখা নেই বা পৃথিবীর কোনো আইনে নেই। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি নির্বাচনের সময় অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করে না। সুতরাং যাদের জনসমর্থন নেই তারা নির্বাচনে আসবে না এটাই স্বাভাবিক।’

শনিবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

বিএনপির রাজনৈতিক কর্মসূচির ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড সহিংসতাপূর্ণ। তারা সন্ত্রাসী সংগঠনের মতো কর্মসূচি দিচ্ছে।

আইনশৃঙ্খলা নিয়ে নির্বাচন কমিশনকে বিশেষ কোনো সুপারিশ করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ফারুখ খান বলেন, যেকোন রাজনৈতিক দল বা প্রতিষ্ঠান যদি কোন আইনের বিরুদ্ধে কাজ করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তার জন্য যথাযথ ব্যবস্থা নিবে।