বেকার

বেকার

শাহারা খান 

সার্টিফিকেটের বোঝা নিয়ে

অফিসে অফিসে ঘুরছি ভাই

সব জায়গায় একই কথা

কোথাও কর্ম খালি নাই।

বাসায় এলে মায়ের কাতর প্রশ্ন

কিরে কোথাও কিছু হলো?

তোর বাবা যে ঘানি টেনে

জীবন শেষ করে দিলো।

ভাই বোনের ছোট আবদার

তাও পারিনা মেটাতে

অপরাধীর এই চেহারাটা

চাইনা কাউকে দেখাতে।

প্রেমিকার সাথে রাগারাগি

বিয়ের জন্য দিচ্ছে চাপ

আমি অধম করবো কি

বেকারত্ব এক অভিশাপ।

গলির মোড়ে চায়ের দোকানে

প্রতিদিন পত্রিকায় রাখি চোখ

কোথাও একটা চাকরি মিললে

গোচে যেত মনের দুখ।

না আছে মোর মামার জোর

না আছে ঘুষের টাকা

মেধার জোর থাকলেও ভাই

চাকরি নাই কপালে লেখা।