বেখেয়ালি বায়না

বেখেয়ালি বায়না

মিলি রায়(বাংলাদেশ)"

আবার যদি ফিরে আসি জীবন নদীর বাঁকে 

যদি আবার ফিরে পাই বিশ্বাস নিঃশ্বাসে,

শিশিরের মৌনতায় ধ্রুপদী উপমায় 

স্বপ্ন আঁকে যদি

ভোরের দোয়েল পাখি!

তোমায় নিয়ে নির্বাসনে যাবো আমি।

নগ্ন পায়ে হেঁটে যাবো পাশাপাশি

অনাদি কালের অন্তহীন পথ ধরে 

ভালোবাসার উঠোনে শব্দরা যেখানে

কাব্য হয়ে ফোটে। 

জ্যোৎস্না ধোয়া নিশিথে

চুপিচুপি রাত নেমে এলে  

ঝুলে থাকা একফালি চাঁদে,

তোমায় নিয়ে গৃহত্যাগী হবো আমি।

বনফায়ারে ঝলসে নেবো 

ওষ্ঠের সমস্ত আদ্রতা 

মুছে দেবো সময়ের চিহ্ন,

ভেনিসের জলে মন ভাসাবো

হবো, পৌরাণিক শব্দকল্প। 

খইফোঁটা নক্ষত্রের রাতে 

বাঙময় অরণ্যের নির্জন সবুজ মেঘে

তোমায় নিয়ে ঘরছাড়া হবো আমি 

কবিতা,শুধু তোমায় নিয়ে।

বেলা অবেলায় হারাবো আমি 

তোমার মায়াবী চোখের মায়ায়,

নিয়ম ভাঙ্গার অনিয়মে 

কেটে যাবে প্রহর 

বেখেয়ালি সব বায়নায়।