বঙ্গবাজারের পোড়া কাপড় কিনছে বিদ্যানন্দ!

বাংলাভাষী ডেস্কঃঃ

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া কাপড় কিনে নেওয়ার উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে এমন ঘোষণা দেয় বিদ্যানন্দ।

পোস্টে বলা হয়, আগুনে দাগ লেগে যাওয়া একটা কাপড় কি আপনার ঈদের বাজেট থেকে কিনতে চাইবেন? একটু দাগ না হয় থাকছে কাপড়ে, কিন্তু একটা সংসারের কষ্টের দাগ তো মুছবে! বিদ্যানন্দ বিক্রয়ের অনুপযোগী কিন্তু পরার উপযোগী কাপড়গুলো কিনে নিতে চায় বিনামূল্যে বিতরনের জন্য। পরিবেশগত কারণে এগুলোর ব্যবহার নিশ্চিত চাই। আপনাদের সাড়ার অপেক্ষায় রইলাম।

পোস্টের নিচে আর্থিক সহায়তা পাঠানোর জন্য বেশ কয়েকটি মোবাইল ব্যাংকিং নম্বর দিয়েছে বিদ্যানন্দ।

এর আগে বিকাল থেকেই ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতা করতে উদ্ধার কাজে অংশগ্রহণ করে সংগঠনটির স্বেচ্ছাসেবী দল।

রাজধানীর বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে পুড়ে বাতাসে ছড়াচ্ছে পোড়া মালের উৎকট গন্ধ, সঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষতি হওয়া ব্যবসায়ীদের চাপা কান্না। এদিকে আগুন নিয়ন্ত্রণে এলেও মালামাল সরাতে ব্যস্ত রয়েছেন ব্যবসায়ীরা। অসংখ্য ব্যবসায়ী নিরাশ হয়ে চাপা কান্না কাঁদছেন। কেউবা এক নাগারে ভবনের দিকে উন্মুখ হয়ে তাকিয়ে রয়েছেন।

দীর্ঘ ছয় ঘণ্টা পর দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ সময় বঙ্গবাজার থেকে আশপাশের আরও চারটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫১টি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রিমা খানম গণমাধ্যমকে বলেন, বঙ্গবাজারের আগুন ১২টা ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে আসে। এখন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপণ ও ডাম্পিংয়ের কাজ করছেন।

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী, বিজিবি, পুলিশ একযোগে কাজ করে।

এদিকে, ঢাকার বঙ্গবাজারে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ ৮ জন আহত ও অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন।