বাঙালি নারী ( ছোট প্রবন্ধ)

বাঙালি নারী ( ছোট প্রবন্ধ)

ইসলাম'রবি

কিছুদিনের মধ্যেই বাঙালি নারী ( কলকাতা আর বাংলাদেশ থেকে ) শব্দ দুইটা ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে যাবে কারণ বাঙালি নারী তাদের ঐতিহ্য, রাঙ্গা শাড়ি, ঘোমটা, লজ্জা, বোখরা আর মর্যাদা সব বানের জলে ডুবিয়ে দিচ্ছে দিবে। 

আমি ১৮৯৫-৯৮ সাল থেকে শুনে আসতেছি আধুনিক যুগ আধুনিক যুগ যা 2000 সালের পরে আমাদের এই আধুনিক যুগ , এই আধুনিক যুগ আমাদেরকে যা দিয়েছে তার চাইতে বেশি কিছু নিয়ে গেছে কেউ উপলব্ধি করতে পারতেছে কেউ ব্যস্ততার সাগরে ভেসে গেছে , আমরা আধুনিক বাঙালি নারী। 

বেশ কিছুদিন আগে আম্মাকে নিয়ে সরকারি হসপিটালে গিয়েছিলাম দাঁতের ডাক্তার দেখাতে যে মহিলা ডাক্তার উনাকে দেখল ওনার চেম্বারে ভিতরে পুরুষ ঢোকা নিষিদ্ধ ছিল (আমি বাইরে দাঁড়িয়ে ছিলাম) অতীব জরুরী না হলে মানে রোগীর শারীরিকভাবে বেশি খারাপ না হলে পুরুষ ঢুকা নিষিদ্ধ আর পুরুষ ঢুকলেও উনি হিজাব এর বিপরীতে মুখোশ লাগাত বিষয়টা আমাকে খুবই প্রভাবিত করেছে , একজন আধুনিক বাঙালি ডাক্তার। 

আজ থেকে সাত বছর আগে একদিন জুম্মার নামাজ পড়ে বের হয়ে আসতে ছিলাম আমার সামনে পেছনে প্রায় ৩০/৪০ জন মানুষ ছিল পুরুষ আমি লক্ষ্য করলাম আমার সামনে মোড়ে একজন মহিলা দাঁড়িয়ে আছে পেছনের দিক আমাদের দিকে দিয়ে লক্ষ্য করলাম উনার বয়স ৭০ এর উপরে বোখরা পরা অবস্থায় এখানে মূর্খতা বলবো না ঈমান বলবো বিচার আদালতে, আধুনিক ৭০ বয়সী বাঙালি নারী। 

একদিন লাকসাম (জেলা শহরে) মার্কেট থেকে বের হয়ে দেখলাম রিক্সায় মা ও মেয়ে যাচ্ছে মা বোখরা পড়ে আছে মেয়ে সেলোয়ার কামিজ পড়েছে আমাদের আধুনিক যুগের শিক্ষিত মা মেয়ে জানে না কার বোখরা প্রয়োজন কে বোখরা পড়েছে , আধুনিক মূর্খ বাঙালি নারী। 

বর্তমানে এখন জন্মের পর পরই ১ ২ বছর থাকতে ছেলেদের পাশাপাশি ছোট ছোট মেয়েদেরকে জিন্স প্যান্ট জেন্টস শার্ট টি-শার্ট জালি ওয়ালা জামা পড়ানো হয় 2000 সালের দিকে কিন্তু এমনটা ছিল না আমাদের কালচার চোখের পলকে পাল্টে গেল , আমাদের আধুনিক কালচারের বাঙালি নারী। 

কয়েকদিন আগে ভারতের স্কুলে হিজাবের ঘটনা মুসকানের সাহসিকতার পরিচয় সারা পৃথিবী তোলপাড় হয়ে গেল অথচ মুখোশ ছাড়া হিজাবের ইসলামে কোন মূল্যায়ন ছিল বলে এমন কোন সঠিক রেফারেন্স নেই মুখোশ সে তো মুখমন্ডল ঢেকে রাখা , আমাদের আধুনিক যুগের সাহসী বাঙালি নারী। 

তালাক শব্দটা ১৯৭০-৮০ সালের দিকেও বাঙালি নারীদের কাছে পাপের খাতায় যোগ হওয়ার মত একটা শব্দ ছিল তারা খুব বেশি অত্যাচারিত না হলে কখনোই স্বামীর মুখ থেকে তালাক শব্দটা শুনতে চাইত না বা নিজেও এমন ভুল করতো না যেন স্বামীর মুখ থেকে তালাক শব্দ টা বের হয়, যদিও আমাদের বর্তমানে এত এত তালাক হয় তার ৩০% পুরুষ হলে ৭০% নারী ( লেখক এর পরিসংখ্যান ভুলও হতে পারে )আমাদের আধুনিক তালাকপ্রাপ্তা নারী। 

আধুনিক যুগের বর্তমানে সবচাইতে যে জিনিসটা আপনার মস্তিষ্কের চোখকে উল্টিয়ে দেবে তা হল মোবাইলের স্ক্রিনকে সামনে রেখে নিজেকে নিজে ধর্ষণ করা কি অদ্ভুত , অতীতে কোনো বিজ্ঞানী, জ্ঞানী, উপদেশ বাণী, যারা ভবিষ্যৎ সম্পর্কে কিছু ধারনা দিত তাঁরাও মনে হয় এমন কর্ম সম্পর্কে কল্পনাও করে নাই তাই আমাদের আধুনিক যুগে জন্ম হলো। 

আমরা পেয়ে গেলাম সেলফি এক্স ভিডিও কি চমৎকার যুগের সূচনা আধুনিক আয়নায় ধর্ষিত বাঙালি নারী। 

সর্বশেষ বিষয়, "দুইজনের ইনকামে অধরা সুখ" আধুনিকমনা স্বাধীনচেতা নিজের পায়ে নিজে দাঁড়ানো নারী, বাবার টাকাপয়সা বা স্বামীর টাকা পয়সা আছে তবুও নিজে কিছু করতে হবে আমাদের আধুনিক যুগের নারী (বেশি লাভ বেশি খরচ বেশি সুখ সঞ্চয় ) যদিও ইসলাম বলে যে পরিবারে বাবা বা বড় ভাই ইনকাম করে বা স্বামী & ছেলে ইনকাম করতে পারে অল্পতেই সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ বরকত দান করবে, কিন্তু আমাদের স্বাধীনচেতা মনোভাব বারবার স্মরণ করিয়ে দেয় আমরা আধুনিক যুগের প্রতিষ্ঠিত বাঙালি নারী। 

এই নেট দুনিয়া যতটা না নারীকে দিয়েছে তার চাইতে শতগুণ বেশি তাঁর থেকে কেড়ে নিয়েছে নিজের বাবার বড় ভাইয়ের স্বামীর বড় ছেলেকে ( সময় এবং পাপ এক চোখ থেকে আরেক চোখ যতটা কাছে ততটা ) এই আধুনিক যুগ বাঙালি নারীকে দিয়েছে স্বাধীনতা ক্ষমতা করেছে ভীতু আবেদনময়ী অহংকারী , আধুনিক সর্বস্বান্ত হওয়া বাঙালি নারী।