বিচিত্র কুমার এর দুটো কবিতা

বিচিত্র কুমার এর দুটো কবিতা

বিচিত্র কুমার 

রথযাত্রা

পুষ্প শোভিত রথ-

জন সমুদ্রে কোলাহল পূর্ন রাজপথ,

সুভদ্রা ও বলরাম কে তার সঙ্গে নিয়ে 

মাসির বাড়ি যাচ্ছিল প্রভু জগন্নাথ।

পথে নানা আয়োজন-

ঢাক শঙ্খ বেজে ভক্তদের বরণ,

দীর্ঘ বি‍চ্ছেদের পর ভগবান কৃষ্ণের

বৃন্দাবন প্রত‍্যাবর্তন স্মরণ।

আষাঢ়ের রথদ্বিতীয়া তিথিতে-

লোকে লোকারণ্য রাজপথ,

পূণ্যযাত্রায় ভক্তরা রথের দড়ি টানে 

জয় জগন্নাথ জয় জগন্নাথ।

(০২)

স্বপ্নের পদ্মা সেতু

পদ্মার বুকে চিড়ে স্প্যানের ওপর কংক্রিটের দ্বিতল রাস্তায়

পা পো করে চলছে দ্রুতগতি যান যেনো দুর্বার গতি,

হাজার স্বপ্ন শতত্যাগ তিতিক্ষায় একটা অর্জিত সম্পদ 

বাঙালির অবিস্মরণীয় কীর্তিতে পাল্টে গেছে দক্ষিণের দুর্গতি।

পদ্মার বুকে মাথা তুলে দাঁড়িয়ে রয় স্বপ্নের পদ্মা সেতু 

অবাক বিস্ময়ে তাকিয়ে রয় আলোকিত পৃথিবী।