বেতালে

বেতালে

মিজানুর রহমান মিজান

বিধি কি লিখলা কপালে

সন্ধ্যা হয় মোর সকালে।

সূর্য আলো ছড়িয়ে, দিনের ঘোষণা জানিয়ে

কদর বাড়ে অন্ধকারের দুনিয়া নিয়মে চলে। 

মানুষ সর্বদা সম্মুখে চলে, গাড়ির চাকা ঘোরে তেলে

পাখি উড়ে আকাশে ডানা মেলে।

নদীর পানি ভাটি বহে, মাটিতে ফসল ফলে

চর জাগে নদীর কুলে।

ইঞ্জিন দূষিত হলে, নানান জাতি কুফল মেলে

ব্যতিক্রমী জীবন আমার সকলই বেতালে। 

মারে শুধু আমায়, তাল বেতালে সব জাগায়

চলি শুধু আত্ম-রক্ষার বলে।

অত্যাচার নির্যাতন সুকৌশলে, দুর্বল পেয়ে চাবুক চালে

গাড়ি থামে চাকা প্যাংচার হলে।