বিধবার কষ্ট

বিধবার কষ্ট

 শাহারা খান

সারা জনম সংসারের তরে

কাটিয়ে দিলেন বেলা,

চোখ বুজতেই বউ বাচ্চাদের

করলো সবাই অবহেলা।

ইদ্দত পুরনের আগেই ওরা 

ফন্দি করে দিলো তাড়িয়ে,

বাবার বাড়ি উঠলো মেয়েটি

অবুঝ সন্তানদের নিয়ে।

মুখ ভেংচিয়ে ভাইয়ের বউ বলে

অলক্ষ্মী পড়লো এসে ঘাড়ে,

বিয়ের দু’দিন না যেতেই

স্বামী চলে গেলো পরপারে।

বাড়িতে আমরা এত মানুষজন

কেমনে হবে তোমার স্হান,

বিধবা বোনটি কেঁদে বলে

মাটিতে নাহয় করবো বসস্হান।

ঘরের কাম কাজ সব করে দেবো

দাওগো ভাবী একটু আশ্রয়,

অবুঝ শিশুরা বড় হলে

বৃথা করবোনা আর অনুনয়।

ভাগ্য দোষে বিধবা হয়ে

বাবার বাড়িতে হলাম দাসী,

স্বামী মরতেই জলে ভাসলাম,

বন্ধ হলো মুখের হাসি।

কুরআন হাদিসের কোথাও নাই

বিধবার সাথে এমন ব্যবহার,

তবে কেন আজ সমাজে চলে

বিধবার সাথে এমন অনাচার?