বন্যা সর্বগ্রাসী

বন্যা সর্বগ্রাসী

  রফিকুল ইসলাম

এক টুকরো শুকনো মাটি নেই 

শহর গ্রাম সব দখলে নিয়েছে পানি 

ডুবে গেছে ভালোবাসার ঘর গৃহস্থলী।

উন্মাদ দুর্বিনীত জলের স্রোতে

বিলীন পিতৃ পুরুষের স্মৃতিময় উঠোন,

নিভে গেছে ক্ষুধা নিবারণে জ্বলন্ত উনুন।

বানের জলে দুচোখে দুঃস্বপ্ন ভাসছে 

পোষাপ্রাণী,মরা লাশ ভাসছে জলোচ্জ্বাসে, 

তবুও ,একফোঁটা সুপেয় পানির হাহাকার,

নিত্য অনাহারে নেমে আসে রাতের আধার।

নিমজ্জিত জনপদে জাগে বুকভাঙা আর্তনাদ ,

বিষণ্ন মনের কিনারে কাঁপে অদূরভবিষৎ।

আবারও একদিন জল সিঞ্চনে কাঁদামাটি জেগে উঠবে

নাঙ্গলের ফলায় মাটি কর্ষণে স্বপ্ন চাষী স্বপ্ন বুনবে