বিপর্যস্ত পদাবলী

বিপর্যস্ত পদাবলী

মোহাম্মদ খয়রুজ্জামান খসরু

অভিযোগ নেই, এ আর তেমন কিছু না

নিত্য ঘটে যাওয়া ঘটনা কিংবা রটনা

           যা-ই বলো না। 

খরা- বন্যা, উদ্বাস্তুু মানুষের চাপে বিপর্যস্ত রাষ্ট্র

নদী ভাঙন, নদী দখল, জলমহাল ভরাট

অবৈধ স্থাপনার ভারে বিপর্যস্ত শহর

দূর্নীতি ---- এসব ডালভাত, নিত্য শোনা মশার প্যানপ্যানানি

খাদ্যে ভেজাল, গদ্যে ভেজাল, এমন কি মৃত্যুও ভেজাল

ভেজালের সাম্রাজ্যে আমি ভেজাল -- তুমিও ভেজাল

গাঁয়ের মাঠে ধানে ভেজাল বানে ভেজাল গানে ভেজাল

পুকুরের মাছে ভেজাল, গাছে ভেজাল

চিকিৎসা ভেজাল, পরনের কাপড়ে ভেজাল

আলু পটল মূলা পুঁইশাকে ভেজাল

ওষুধে ভেজালের কথা আর না-ই বা বলি।

অভিযোগ নেই, এ আর তেমন কিছু না

নিত্য ঘটে যাওয়া ঘটনা কিংবা রটনা

            যা-ই বলো না।

হীরামতির গাঁয়ে এখন সুখ নেই

মাতবর কিংবা মোড়লের দাপটে বিচারের বাণী কাঁদে নীরবে

রামের জমি রাবণের, রহিমের ভূমি ইজারাদার মহাজনের

বড় বিপর্যস্ত কৃষকবাবা, বলদ নেই কলের লাঙল

ব্যাংক লোন অনুগত মিছির কিংবা মিহিরের

মেয়েরা ধর্ষিতা..... আর পারছিনেরে সোনাভান।

বলতে চাইনা -- কোন অভিযোগ নেই

তারপরও আমরা ভোট দিই।