বাবা

বাবা

 সত্যেন্দ্রনাথ পাইন। 

   বাবা মানে হাজার কথা

     হাজার অভিযোগ

 বাবা মানে পাশে থাকার

   " শূন্য" থেকে যোগ। 

বাবা তোমার কথা আজও

      বড়ই মনে পড়ে

   বকুনিতে ভয় পেলেও

      কান্না নাহি ঝরে। 

   মা যখন মারতো আমায় 

      তুমি বোঝাতে শত

    মা থামলে তুমি এসে

      হাত বোলাতে কত!! 

 অনেক কিছু বলবো ভেবে 

  (আজ) সদাই কত ভাবি

 সংসারের এই যাঁতাকলে

   এখন খাচ্ছি শুধুই খাবি। 

ছেলে আমার দুষ্টু ভীষণ

      মেয়েটা চঞ্চল

উঠোনেতে ছুটে ছুটে হদ্দ

  হারাই বুকের বল।। 

চিঠি লিখবো না ফোনে বলবো

      ভেবে ভেবেই মরি

তুমি শুধু ভালো থেকো

        ভগবান কে স্মরি। 

নাচের আগে যেতে যখন 

    নাচের স্কুলে

গুরু মশাই বলতেন কতো

  যাইনি আজও ভুলে। । 

তুমি নিতে কাঁধে আমায়

 দাদারা থাকতো কোলে

  ঠাকুমা দেখলে তখন

 হাসতো দু'হাত তুলে।। 

  তুমি বাবা বড় বোকাসোকা

       বড্ড সহজ সরল

  সেই সূযোগে ঠকায় মানুষ

       ভূ -ভারতে বিরল। 

 বাবা তুমি কেমন আছো

   বলছি যে 'মামনি'

 অমর কেন হলে না তুমি

     ভাবি সোনামনি। 

 তোমায় ছাড়া এ জগৎটা

      বড়ই অন্ধকার

 গানের সুরে ছুটতাম কাছে

      ফেলে কাজের বাহার। 

চিঠি দিও ফোন কোরো

    আমার নামটা ধরে

 আনন্দে ভাসবো আমি

   তোমার "কন্ঠস্বরে"।।