বাবা

বাবা

রেবেকা সুলতানা রেবা 

বাবা দু'টি অক্ষরের একটি শব্দ,

দুটি অক্ষর দিয়ে প্রকাশিত হলেও

সন্তানের সাথে অকৃত্রিম মায়া -মমতার

চিরন্তন নির্ভরতার ও রক্তের বন্ধন।

বাবা সন্তানের জীবনে অনুপ্রেরণার উৎস, 

 ম্যাজিক্যেল হীরো, সর্বস্ব ত্যাগ করার নায়ক,

ভালোবাসা, আস্থা,বিশ্বস্ততার হাত।

বাবা কখনো বন্ধু, কখনো শাসক 

সন্তানের কাছে বাবা বড় শক্তি। 

বাবা অশিক্ষিত হলেও সন্তানের জন্য

শ্রেষ্ঠ শিক্ষক। 

সন্তানের শত চাওয়া - পাওয়া, আবদার

 পুরণে নিজের সাথে লড়তে থাকা এক 

বট বৃক্ষের নাম বাবা।

নিজের সুখকে বিসর্জন দিয়ে সন্তানের 

 মাথার উপর ছাঁয়া, মুখে হাঁসি

ফোঁটাতে ঝাঁপিয়ে পড়ার নাম বাবা।

যে বাবা নিজে জ্বলেপুড়ে সন্তান 

কে আলোকিত করে।

বাবা মানে নিজের পরিচয় পাওয়ার অস্তিত্ব। 

বাবা মানে বুকের ভিতর অন্য রকম শিহরন।

বাবা মানে আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামত।

বাবা মানে অনুপ্রেরণার পাওয়ার হাউজ।

বাবা মানে দৃষ্টান্ত মূলক আত্মাত্যাগের নাম।

বাবা মানে আজীবন হৃদয়ের স্পন্দন। 

এর বিশালতা দুই অক্ষরের মত এতো ছোট নয়

বাবা দিবস বলতে আমার কাছে কিছু নেই

হৃদয়ে ৩৬৫ দিনই হোক বাবাকে ভালোবাস দিবস। দিবসের অপেক্ষায় না থেকে

জীববের বাকি সময় গুলোতে বলি

(( রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা))