বাবা (গীতিকাব্য )

বাবা (গীতিকাব্য )


আব্দুছ ছালাম চৌধুরী 

বাবার কথা— শুধু মনে পড়ে, (২) 
বাবা নেই—কিছু নেই—শূন্যতা এ ভুবন জুড়ে, 
বাবার কথা শুধু মনে পড়ে।(২) 

একদিন বাবা কি করছে—জানো,
বললো আমায় শহরে নেবে—তৈরী—থাকি যনো,,
সেই রাতে আর ঘুম হয়নি, 
শহরের স্বপ্নে কাটে যামিনী  
প্রশ্ন রাখি বাবার কাছে, আমি কি যাবো গাড়ি চড়ে,
বাবার কথা শুধু মনে পড়ে—(২)। 

রাত পোহাতেই বাবার সাথে 
খেলাম পান্তা ভাত, 
নৌকা চড়ে গঞ্জে গেলাম 
ধরলাম তারই হাত্,
ইস্টিশনে যেয়ে বলি, বাবা বাবা—বাবা—দূরে সরে যেও না এতো লোকের ভিড়ে,
বাবার কথা শুধু মনে পড়ে—(২)। 

প্রথম দেখা সেই রেল গাড়িটা 
ঝিকঝিক করে এলো, 
চাপাচাপি করে উঠতে মোরা
তারপর এগিয়ে গেলো,
ঘন্টা খানিক পরে- বাবা বললো আমায়,এসে গেছি সিলেট শহরে,
বাবার কথা শুধু মনে পড়ে—(২)