ব‌্যক্তিত্ব নি‌য়ে কিছু কথা

ব‌্যক্তিত্ব নি‌য়ে কিছু কথা

  মোঃ হা‌বিবুর রহমান

সম‌য়ের প‌রিক্রমায় মানু‌ষের ব‌্যক্তি‌ত্বের আমুল প‌রিবর্তন ঘট‌তে পা‌রে। 

  প‌রিবর্তন হ‌তে পা‌রে তার শৌর্যবী‌র্যের, সামা‌জিক স্ট‌্যাটাস বা পদমর্যাদার, মন মান‌সিকতার এবং এমন‌কি স্বভাব চ‌রি‌ত্রেরও। 

     জন্মগতসূ‌ত্রে বাবা-মা ও পা‌রিবা‌রিক হে‌রি‌ডি‌টি থে‌কে পাওয়া স্বভাব-চ‌রিত্রটি সবসময় মানু‌ষের ম‌ধ্যে সুপ্তাবস্থায় ঘাপ‌টি মে‌রে থে‌কে যায় যা স্থান, কাল, পাত্র‌ভে‌দে কিংবা বি‌ভিন্ন প‌রি‌স্থি‌তি‌তে তা সময়মত পুনর্জাগরণ বা পুনরারম্ভ হ‌তে পা‌রে।

        তাই জন্ম তথা বংশ প‌রিচয়টি অত‌্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, অ‌নেকক্ষে‌ত্রেই রক্ত কথা ব‌লে ও রক্ত দে‌খেই মানুষ‌কে মূল‌্যায়ণ করা যায়।

            অন‌্যদি‌কে, 'জন্ম হােক যথাতথা কর্ম হােক ভালাে' একথা‌টি ভুল‌লেও চল‌বে না। কারণ, মানুষ তার ক‌র্মের দ্বারাই এ পৃথিবীতে স্মরণীয় ও বরণীয় হয়। আর জীবনে গৌরবের আসন তথা মর্যাদাবান হবার পেছনেও থাকে স‌বি‌শেষ কর্মগুণ। 

                পৃ‌থিবী‌তে মানুষ নিজ কর্মের মাধ‌্যমেই কিন্তু অসাধ‌্যকে সাধন ক‌রে‌ছে ও জীব‌নে প্রতিষ্ঠালাভ করতে সমর্থ হ‌য়ে‌ছে।