বর্ষ যায় বর্ষ আসে

বর্ষ যায় বর্ষ আসে

গোলাম মোস্তফা 

প্রতি দিন শেষে বদল হয় দিন,

সাতদিনে বদল হয় সপ্তাহ

৩৬৫ দিন পরে পাল্টে যায় ক্যালেন্ডার 

নতুন বছরের জন্য বাদ্য বাজিয়ে আবাহনে মত্ত হই,

আহারে কত যেন কষ্ট করে বর্ষ বিদায় দেয়া 

কত উদগ্রীব হয়ে নতুন বছরের আগমন।

প্রতি বর্ষ শেষে গনকেরা ভবিষ্যৎ বানী করেন 

আগামী সাল ফুলে ফুলে মোটা হবে কারো কারো পকেট,

কারো কারো ভাগ্য আঙ্গুল ফুলে কলাগাছ হবে

কারো কারো কপালে জুটবে রাজচক্র,

কেউ কেউ বক্রপথে জুটাবে খেতাব,

লাঠি আর পেশীর মেল বন্ধনে হবেন রাজাধিরাজ,

শাসনে ত্রাসনে সকলকে কোনঠাসা,

মুখে কুলুপ এঁটে নিরবে পথ পাড়ি দেবে কেউ কেউ,

গনকেরা আরো ভবিষ্যৎ দেখান কারো কারো 

সেকেন্ড হোমে আলিশান প্রাসাদ উঠবে কারো

কালো কালো অর্থনীতির সুবাদে 

বিদেশি ব্যাংকের লকার গুলো ভরে যাবে মনি মুক্তা মানিক্যে

বাড়ির সেলার গুলো লাল নীল পানীয়ে উদরপূর্তির আশ্বাস

আমাদের মেম্বররা পাজেরো হাকিয়ে রাজপথ উজালা করবেন,

আহা কেউ কেউ ট্রাকবহরে নতুন ১০ টা যোগ করবেন,

ভাগ্য গননার সঠিক হলে শিকে ছিড়বে দাস বাবুদের 

আমরা সংখ্যা লঘু ভাগ্যের দোহায় টেনে যাব

ম্রিয়মান জীবন যাপন আর দারিদ্র জীবনসংগ্রামকে 

পাথেয় করে বর্ষ গুলো বিমর্ষ চিত্তে পার করে দেব।

বর্ষ যায় বর্ষ আসে, 

পরিসংখ্যানের ২০ শতাংশ ক্রমে ক্রমে ৭০ শতাংশে পৌছাবে,

কেবলি উন্নয়নের গান শুনে দিনাতিপাত করবো।