বেলতলা

বেলতলা

রাসেল আহমেদ সাগর 

নেড়া বেলতলায় একবার গিয়ে 

না হয় যদি তার হুশ, 

বারবার গেলে সেথায় 

বেলগাছের কি দোষ। 

চন্দ্র সূর্য দুটি সবার

উপকারে আসে, 

সূর্য ডুবে গেলে 

চন্দ্র কে বলে ভালবাসে। 

কালনাগিনী কেউ আবার 

দুধকলা দিয়ে পুষে , 

চুবলের আঘাতে আবার 

মরে তার বিষে। 

ফল খাওয়া হয়ে গেলে 

বীজের চাহিদা শেষ, 

বুঝেনা বোকারাম বীজের কদর 

কিভাবে সাজাবে প্রেম দেশ। 

মাঝ নদীতে কাটে সাঁতার  

ডুবে মরার ভয়ে, 

মাঝির কদর বুঝে তখন 

বাঁচাও বাঁচাও বলে হাত বাড়িয়ে। 

গন্তব্যে বিহীন থামবেনা গাড়ি 

চলবে বিরতিহীন ভাবে, 

মাঝ পথে থেমে গেলে 

ডাকাতির ভয় সব লুঠে নিবে। 

লোকাল ট্রেনে যাএীর 

নেই কোন অভাব, 

বছর শেষে লোকসান কেন 

কে দিবে তার জবাব।