বাংলাদেশের মুখটা

বাংলাদেশের মুখটা

শাহীন খান 

তুমি আমার বৃষ্টি মুখর সন্ধ্যা 

কিংবা বেলী আর রজনীগন্ধা। 

ফাগুন ফাগুন মিষ্টি বকুল

তোমার প্রেমে আমি আকুল 

তুমি হীনা জীবন আমার এক্কেবারেই মন্দা! 

তুমি আমার কাব্য লেখার ছন্দ

তুমি ছাড়া সব কাজেতে দ্বন্দ্ব 

ঝিকিমিকি রোদের আকাশ

তুমি মনের শীতল বাতাস

তোমায় ছাড়া সব কিছু হায় হয়ে যাবে বন্ধ। 

তুমি আমার এক অনাবিল সুখটা

দেখলে তোমায় ভরে হৃদয় বুকটা

চন্দ্র তারা জোছনা রবি

তুমি মুখর ছায়াছবি

তুমি যেন চির সবুজ বাংলাদেশের মুখটা।