বোশেখ এলে মনে পড়ে

বোশেখ এলে মনে পড়ে

সুব্রত চৌধুরী

বোশেখ এলে তোমার কথা মনে পড়ে খু

বোশেখ এলে সুখ সাগরে দিই যে আমি ডুব।

 বোশেখ এলে হুড খোলা ওই রিকশা তুমি চড়ো

 বোশেখ এলে কালবৈশাখী ভয়ে হাতটি ধরো।

 বোশেখ এলে রৌদ্র স্নানে দাঁড়িয়ে ওই ছাদে

 বোশেখ এলে বিরহী মন হু হু করে কাঁদে।

 বোশেখ এলে ইন্দ্রধনুর রংয়ে ওঠো  হেসে

বোশেখ এলে মিষ্টি হাওয়ায় যাও যে তুমি ভেসে।

বোশেখ এলে মনময়ূরী নাচো পেখম তুলে

 বোশেখ এলে খুশে মাতো দু: ব্যথা ভূলে।

 বোশেখ এলে ঘামের বিন্দু টুপ টুপা টুপ টুপ

বোশেখ এলে বিরহী মন যায় হয়ে যায় চুপ।

—————————————————-

আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্র