বিশ্বকাপ জিতে মাঠের বাইরেও মেসির রেকর্ড

বাংলাভাষী ডেস্কঃঃ

সময়টা এখন মেসির। সুসময় বইছে সর্বত্র। যেন ধুলো মুঠো সোনা হয়। কাতার বিশ্বকাপ মেসিকে দিয়েছে সাফল্যের ঝুড়ি ভরে। অধরা হয়ে থাকা বিশ্বকাপ ফুটবলের ট্রফিতো জিতেছেনই সঙ্গে একগাদা রেকর্ড। গোটা ফুটবল বিশ্ব এখন মেসির বন্ধনায়।

সময়টা যখন মেসি তখন সাফল্য শুধু মাঠের ভেতরই সীমাবদ্ধ নয় মাঠের বাইরেও আসছে। এবার ইনস্টাগ্রামে বিশ্বকাপ ফুটবল ট্রফি জয়ের একটি ছবি পোস্ট করার পর সেটি অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ লাইক পড়েছে।

বাংলাদেশ সময় সোমবার (১৯ ডিসেম্বর) সকাল দশটা পর্যন্ত লাইক পড়েছে ৫ কোটি, ৩৫ লাখ,৩৪ হাজার ৪৪১ । ইনস্টাগ্রামে কোনো ক্রীড়াবিদের এটি সর্বোচ্চ লাইক। এখানে তিনি পেছনে ফেলে দিয়েছেন মাঠে তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তবে সেখানেও ছিলেন মেসি। সেটি ছিল কাতার বিশ্বকাপ ফুটবলের আগে। দুই জনেই ফ্রান্সের একটি ফ্যাশন হাউজের বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়ে দাবা খেলায় মগ্ন এরকম একটি ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিতে লাইক পড়েছিল ৪ কোটি ২০ লাখেরও বেশি।

ইনস্টগ্রামে ছবি পোস্ট করে মেসি স্প্যানিশ ভাষায় লিখেছেন, ‘এতবার স্বপ্ন দেখেছি, এতটাই চেয়েছিলাম যে আমি এখনো ব্যর্থ হইনি, বিশ্বাস করতে পারছি না...।

তিনি আরও লেখেন ‘আমার পরিবারকে, যারা আমাকে সমর্থন করে এবং যারা আমাদের বিশ্বাস করে তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আবারও প্রমাণ করি যে আর্জেন্টিনারা যখন আমরা একসাথে লড়াই করি এবং ঐক্যবদ্ধ, তখন আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হই। যোগ্যতা হলো এই দলের ব্যক্তিদের ঊর্ধ্বে, একই স্বপ্নের জন্য লড়াই করার শক্তি, যা সমস্ত আর্জেন্টাইনদের মধ্যেও ছিল... আমরা তা করেছি! আসুন আর্জেন্টিনা যাই!!’